প্রতিবেদন : বাংলা-সহ পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Byelection) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছে, গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল এবং পাঞ্জাবের একটি কেন্দ্রের পাশাপাশি বাংলার নদিয়ারও একটি কেন্দ্র কালীগঞ্জে উপনির্বাচন হবে আগামী জুন মাসেই। কোন কেন্দ্রে কবে ভোটগ্রহণ হবে, এদিন তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-উর্দি পরে রিলস নিয়ে কড়া হাতে রাশ লালবাজারের
নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের কালীগঞ্জ, গুজরাতের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন, বৃহস্পতিবার। ২৩ জুন, সোমবার হবে ভোট গণনা। গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। তিন মাস ধরে বিধায়কহীন কালীগঞ্জ। একই ছবি গুজরাতেও। কাদি কেন্দ্রের বিধায়ক করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কি দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত ৪ ফেব্রুয়ারি প্রয়াত হন।