প্রতিবেদন : মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা ভোটের পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনও হয়ে গেল শান্তিতে। ২০২১-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জয়ী তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হয় গত ১৬ ফেব্রুয়ারি। সেই কারণেই ভগবানগোলায় উপনির্বাচন হল মঙ্গলবার। বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃণমূলের প্রার্থী রিয়াত হোসেনের সঙ্গে ছিলেন বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরাও।
আরও পড়ুন-মোদি দিতে আসেননি, দেশকে বেচে দিতে এসেছেন : ফিরহাদ
ভগবানগোলা বিধানসভার মোট ২৭৮টি বুথে সকাল থেকে সন্ধ্যা চলে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ। কোনওরকম অশান্তির খবর নেই। প্রসঙ্গত, উপনির্বাচনেও ভগবানগোলা বিধানসভায় ফের রেকর্ড মার্জিনে জেতার আশা করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেইমতো ভোটের আগে প্রচারও সারেন তাঁরা। মুসলিম অধ্যুষিত এই এলাকায় প্রচুর উন্নয়নের কাজে খুশি সাধারণ মানুষ। এই কারণেই প্রয়াত ইদ্রিশ আলিকে ঢেলে ভোট দেন তাঁরা ২১-এর বিধানসভা ভোটে।