সংবাদদাতা, ঝাড়গ্রাম : গাছে রাখি বেঁধে এবং সুবর্ণরেখায় রাখির ভেলা ভাসিয়ে অভিনব রাখিবন্ধন উৎসব পালন করল গোপীবল্লভপুরের ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব।’ সুবর্ণরৈখিক ভাষা-সংস্কৃতি বিষয়ক এই ফেসবুক গ্রুপের উদ্যোগে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে কলার ভেলায় রাখি পরিয়ে তাকে উৎসর্গ করে উৎসবের সূচনা হয়। গ্রুপের পক্ষে মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গা, সুবর্ণরেখা নদী-তীরবর্তী ফেরিঘাটগুলিতেও উদযাপন হচ্ছে রাখি উৎসব।
আরও পড়ুন-কাজ না করলে পদ ছেড়ে দিন কড়া বার্তা জেলা সভাপতির
রাজ্যের বাইরে জামশেদপুর, মুসাবনি, রাঁচি, বহাগোড়া, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ছাড়া বিদেশে আমেরিকা, ইংল্যান্ড, কুয়েত, ওমান-সহ বিভিন্ন জায়গায় যেখানেই এই গ্রুপের সদস্যরা রয়েছেন সেখানেই পালিত হচ্ছে এই উৎসব। বৃহস্পতিবার ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবসও পালন করা হয় এই গ্রুপের উদ্যোগে। গ্রুপ অ্যাডমিন বিশ্বজিৎ পাল বলেন, ‘গাছ ও সুবর্ণরেখা নদীকে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলাম। গ্রুপের সদস্যরা দেশবিদেশে রাখিবন্ধন উৎসব পালন করেছেন। হরিদ্বারে গঙ্গায়, যমুনা নদীতেও রাখির ভেলা ভাসানো হয়। দীঘা মোহনায় ভেলা ভাসিয়ে রাখি উৎসব উদযাপন করা হয়েছে।’