বঙ্গ

উপনির্বাচনের প্রচার, মাঠেই নেই বিরোধীরা

প্রতিবেদন : উৎসবের আবহেই জমজমাট ভোট-প্রচার তৃণমূলের। শারদোৎসব থেকে শুরু, তারপর বিজয়া সম্মিলনী তো জনসংযোগের মাধ্যম হয়ে উঠেছিল। এরপর কালীপুজোর পর ভাইফোঁটাতেও চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থীরা। দক্ষিণ থেকে উত্তর— ঝড় উঠল উপনির্বাচনের প্রচারে। সিপিএম-বিজেপি কেউই কলকে পাচ্ছে না কোথাও। যেখানে দেখাই যাচ্ছে না বিরোধীদের। বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনেই প্রচারে সাড়া ফেলে দিয়েছে তৃণমূল। রবিবার ছিল ভাইফোঁটা। এদিনও প্রচারে খামতি নেই। জনসভা বা মিছিলের পথে না হেঁটে গণ-ভাইফোঁটা ও ঘরোয়া বৈঠকে জোর দিয়েই এদিনের প্রচার সারেন প্রার্থীরা। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম এদিন বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন। আগামী দিনের প্রচার ও ভোটের রণকৌশল কী হবে তা নিয়ে আলোচনা করেন। হাড়োয়া ১ নম্বর ব্লক সভাপতি সফিক আহমেদ সাহেবের বাড়িতে এদিন আলোচনায় বসেন তিনি। এরপর সন্ধ্যায় কিত্তিপুর ১ নম্বর অঞ্চলের খড়িবাড়ি এলাকায় একটি বিশাল ধর্মীয় সভায় যোগ দেন।

আরও পড়ুন-অভিনেত্রীদের মারধর খেজুরিতে কাড়া হল মোবাইল অশ্রাব্য গালিগালাজ, যাত্রাশিল্পীদের পেটাল বিজেপি নেতা-কর্মীরা

ধর্মীয় আলোচনার পাশাপাশি সভায় আসা মানুষজনের সঙ্গে আলাপচারিতার মধ্যে দিয়েই নির্বাচনী প্রচার সারেন প্রার্থী। অন্যদিকে, নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে সকাল থেকে ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন। নৈহাটি পুর-এলাকায় ৮টি গণভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ করেন। প্রার্থীকে কাছে পেয়ে বোনেরা ভাইফোঁটার মাধ্যমেই তাঁর জয়ে আগাম সিলমোহর দিয়ে দেন। এদিন বিকেলে নৈহাটির মাঝিপাড়া-নাগদা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান সনৎ। তাঁর এই ডোর টু ডোর প্রচারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলেন, মহিলা ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে। তাঁদের সমস্যার কথা জানতে চান, সমাধানের আশ্বাসও দেন। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ।এদিকে, মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় চুটিয়ে প্রচার সারেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে গণ-ভাইফোঁটা কর্মসূচিতেও অংশ নেন। রবিবার সিতাই বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে চামটা পাগলারহাট সংলগ্ন দক্ষিণ সাতভানডারি বুথের খুলিতে কর্মিসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনীয় প্রচারে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন মাদারিহাট কেন্দ্রের প্রার্থী জয়প্রকাশ টপ্পো। ছোট ছোট সভা করেন। তালডাংরার প্রার্থী ফাল্গুনি সিংহবাবুও জনসংযোগকে গুরুত্ব দিয়েই প্রচার সারেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

4 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

29 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago