প্রতিবেদন : সিএএ (CAA) নিয়ে কেন্দ্রের জবাবদিহি তলব করল সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ চেয়ে দায়ের করা ২০ পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। এ বিষয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল, সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই সময়ের মধ্যে কাউকে নাগরিকত্ব দেওয়া হলে তা অবিলম্বে আদালতে নজরে আনতে পারেন যে কোনও আবেদনকারী৷ স্পর্শ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ মঙ্গলবার সিএএ-র বিরোধিতায় করা মামলাগুলি একত্র করে শুনানি হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কেন্দ্রকে এই নির্দেশ দেয়।
আরও পড়ুন-মুজফফরনগরে প্রতিবাদী শিক্ষককে গুলি করে মারল মদ্যপ হেড কনস্টেবল
মঙ্গলবার আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল অবশ্য যথারীতি সিএএ-র পক্ষে সাফাই দেন। সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ চেয়ে যে ২০টি মামলা হয়েছে, তার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান। সিএএ-এর বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তৃণমূলের পক্ষ থেকে মামলা দায়ের করেন মহুয়া মৈত্র৷ রবিবার কেরল সরকার সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্য আদালতে যায়। তারা আগেই ঘোষণা করেছিল, রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সিএএ-র বিরুদ্ধে মোট ২৩৭টি মামলা দায়ের হয়েছে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের মুখে অত্যন্ত চাপের মুখে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদির সরকার এবং তাঁর গেরুয়া দল৷
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…