সিএএ সার্টিফিকেট বড় মেডেল! কটাক্ষ চন্দ্রিমার

বাগদা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে বুধবার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন তিনি।

Must read

সংবাদদাতা, বাগদা : সিএএ (CAA) সার্টিফিকেট যেন একটা মেডেল! সোনা দিয়ে না রুপো দিয়ে মোড়া। কেন্দ্রের লোক দেখানো সিএএ সার্টিফিকেটকে এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাগদা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে বুধবার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন তিনি।

আরও পড়ুন-ফের চূড়ান্ত গাফিলতি রেলের, বরাতজোরে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস

সেখানেই মন্ত্রী বলেন, ভোটের মধ্যে কি একটা দেওয়া হল ১৩-১৪ জনকে। বড় মেডেল! সোনা দিয়ে না রুপো দিয়ে মোড়া? যারা ভোট দেয় তাঁরা তো নাগরিক, আর তাঁদেরই ডেকে এনে বলছে তোমাদের নাগরিক করব। এদিন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের মহিলা কর্মীরা এই এলাকায় একটি হাসপাতালের দাবি করে। তা নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এখন নির্বাচনী আদর্শ আচরণ বিধির মধ্যে এটা ঠিক নয়। ভোটের পরে আমি এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব। কর্মী বৈঠক শেষে বাগদার প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে মিছিলও করেন চন্দ্রিমা।

Latest article