প্রতিবেদন : রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে সিএবি। শুধু তাই নয়, বিশিষ্ট অতিথিদের তালিকায় আরও অনেকেই নাকি রয়েছেন। যেটা চমক হিসেবেই থাকছে বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের সব থেকে ধারাবাহিক দু’টি দলের দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
আরও পড়ুন-বায়ুদূষণ শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতিরও বারোটা বাজায়
হাইভোল্টেজ ম্যাচের দিনই আবার বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। বিশ্বকাপে রানের মধ্যে রয়েছেন বিরাট। জন্মদিনে প্রাক্তন ভারত অধিনায়ককে কেক উপহার দেবে সিএবি। বার্থ-ডে বয়ের জন্য আরও নানা পরিকল্পনা করেছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। কিন্তু আইসিসি-র অনুমতি পাওয়া যায়নি। তাই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মেগা ম্যাচে আতসবাজি প্রদর্শনী ও লেজার শো হবে। তার ড্রেস রিহার্সালও সিএবি সেরেছে শনিবার।