নির্বাসিত দেবব্রত

Must read

প্রতিবেদন : আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে শো-কজের পর এবার সাসপেন্ড করা হল সিএবি-র যুগ্মসচিব (cab oint secretary) দেবব্রত দাসকে। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য দেবব্রত অতিরিক্ত সময় চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি অ্যাপেক্স কাউন্সিল। এদিন সিএবি-র তরফ থেকে জানানো হয়েছে, আগামী ছ’মাসের মধ্যে লেনদেন সংক্রান্ত যাবতীয় তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে সংস্থার কোনও কার্যকলাপ বা পদে থাকতে পারবেন না দেবব্রত। আগামী ২৩ অগাস্ট, অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই নিয়ে ফের আলোচনা হবে। গত ৬ অগাস্ট অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই দেবব্রতকে শো-কজ করা হয়েছিল। এবার সাসেপন্ড করা হল। এদিকে ভারতীয় দলে সুযোগ পাওয়ায় আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণকে ৩০ অগাস্ট সিএবি-র অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হবে।

আরও পড়ুন-অনলাইনে টিকিট শেষ, ডার্বির উত্তাপ বাড়ছে, মোলিনার অঙ্কে দিমিত্রি, ধোঁয়াশা রাখছেন অস্কার

Latest article