টি-২০ দিয়ে সিএবি-র ক্রিকেট মরশুম শুরু

Must read

প্রতিবেদনঃ টি-২০ প্রতিযোগিতা দিয়ে সিএবি-র ঘরোয়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। গত মরশুমে করোনা অতিমারির মধ্যে একমাত্র এই টুর্নামেন্টই আয়োজন করেছিল সিএবি। এখনও পর্যন্ত যা খবর, এবারও টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা।

গত বছর ৬টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করেছিল সিএবি। ড্রাফটিংয়ের মাধ্যমে ৪২ জন ক্রিকেটারকে ৬ টি দলে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এবার কতগুলো দল অংশগ্রহণ করবে তা এখনও ঠিক না হলেও ক্রিকেটারদের তৈরি থাকতে বলেছেন কর্তারা। সিনিয়র ও অনূর্ধ্ব ২৩ বাংলা দলের ক্রিকেটারদের সবাইকেই এই টুর্নামেন্টে খেলাতে চাইছে সিএবি। যাতে বাংলার প্রি-সিজন টুর্নামেন্টের জন্য আগেই তৈরি হয়ে যেতে পারেন ক্রিকেটাররা।

আরও পড়ুন : বিশ্বর‍্যাঙ্কিং-এ নীরজ চোপড়ার বড় সাফল‍্য, উঠে এলেন দ্বিতীয় স্থানে

সেক্ষেত্রে এবার ঘরোয়া এই টি-২০ প্রতিযোগিতায় দলের সংখ্যা বাড়িয়ে নতুন ফরম্যাটে খেলা হতে পারে। গত বছর কোভিড আবহে জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিএবি এই প্রতিযোগিতা আয়োজন করেছিল। এবারও অভিষেক ডালমিয়ারা অতিমারি পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চান না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করবে সিএবি।

আরও পড়ুন : ১৬ অগাস্ট: অমর ফুটবল প্রেমীদের জন্য গান গেয়ে কেঁদে ফেলেছিলেন মান্না দে

এদিকে, রঞ্জি মরশুম শুরুর আগে প্রি-সিজন টুর্নামেন্ট খেলতে ভিনরাজ্যে যাবে সিনিয়র বাংলা দল। কোথায় এবার প্রি-সিজন করবেন মনোজ, সুদীপরা তা পরে ঠিক করবে সিএবি।

 

Latest article