চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে অনুদানের সিদ্ধান্ত মন্ত্রিসভার, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি (Group c) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের পাশে থাকবেন।

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি (Group c) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের পাশে থাকবেন। এবার সেই ঘোষণাই করলেন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান ২০২৫-এর এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন,”চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে অনুদানের জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ এবং ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।” মুখ্যমন্ত্রী বলেন, “কেউ-কেউ হয়ত বলবে দরকার নেই। এবার টাকাটা দেওয়া শুরু হবে। এটা তার একান্ত স্বাধীনতা। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা পলিসি করে নেওয়া হয়েছে।”

আরও পড়ুন-অবশেষে মুক্তি দিল পাকিস্তান, ২৩ দিন পর ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম!

গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা। জানানো হয়েছে আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার পাশে দাঁড়াবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে সেটা কার্যকর হবে। মন্ত্রিসভার সিলমোহরের পরে এপ্রিলের অর্থ তাঁরা পাবেন। এই বিষয়ে যেন জনস্বার্থ মামলা (পিআইএল) না-হয়, সে ব্যাপারে রাজ্য সরকার সবদিক দিয়েই তৈরী। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই! শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের।

আরও পড়ুন-মুক্ত BSFজওয়ান! পূর্ণম-জায়াকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজারের চাকরি। তার মধ্যে শিক্ষকরা ছাড়াও ছিলেন শিক্ষাকর্মীরা। এতজনের চাকরি একসঙ্গে গেলে তার প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। আদালত তার পরেই জানায় শিক্ষকরা কাজে ফিরলেও, শিক্ষাকর্মীরা কাজ চালাতে পারবেন না। এই অবস্থায় বড় সিদ্ধান্ত সরকারের।

Latest article