প্রতিবেদন : কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়িতে বৃহস্পতিবার বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ওইদিনই বাড়ি থেকে ভার্চুয়ালি বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পায়ে আঘাতের কারণে চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েকদিন বাড়িতেই রয়েছেন তিনি। কাজ করছেন বাড়ি থেকেই। প্রশাসনিক কাজের প্রয়োজনে অংশ নিচ্ছেন ভার্চুয়াল বৈঠকে। নির্দেশ দিচ্ছেন ফোনে। বৃহস্পতিবারের বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক মন্ত্রীকে। এ-বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে নিয়োগ-সংক্রান্ত বিষয়। উত্তরে সফরে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরে তিনি যান স্পেন সফরে। ব্যস্ততার কারণে পায়ের চিকিৎসা করাতে পারেননি তিনি। কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে যান চিকিৎসা করাতে। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই আছেন তিনি। তবে তার জন্য প্রশাসনিক কাজকর্মে কোনও ব্যাঘাত ঘটতে দেননি। সেই কারণে রেসিডেন্সিয়াল অফিসেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন- ইজরায়েলে আটকে হুগলির ৩ গবেষক