জীবনবিমা-স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের লাগাতার চাপের কাছে নতিস্বীকার করে বিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি (GST) প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে মোদি সরকার৷ শনিবার নয়াদিল্লিতে জিএসটি-সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করতে হবে৷ সরকারি সূত্রের দাবি, মন্ত্রিগোষ্ঠীর এই সিদ্ধান্ত সুপারিশের আকারে পেশ করা হবে জিএসটি কাউন্সিলের কাছে৷ তার পরেই এই বিষয় নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ নভেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজিত হওয়ার কথা৷ তার আগেই জারি করা হতে পারে বিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি (GST) প্রত্যাহারের সরকারি বিজ্ঞপ্তি। নয়াদিল্লিতে দাবি জানানো হয়েছে সরকারি সূত্রে৷ বিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে সবার আগে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কটকের হাসপাতালে মৃতের অঙ্গপাচার! 

Latest article