প্রতিবেদন : গত ৭টি শিল্প সম্মেলনে ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। যার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাকি ৬ লক্ষ কোটির প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, যাঁরা এসব বলছেন তাঁদের বলব কীভাবে বলছেন এই কথাগুলো? সব সময় নেগেটিভ কথা না বলে রাজ্যের গর্বের সঙ্গে গর্বিত হোন।
আরও পড়ুন-লগ্নিতে টাটাও আগ্রহী : মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর সংযোজন, শিল্প সম্মেলনের প্রথম দিনে আমি সন্তুষ্ট। কারণ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা যে ঘোষণা করেছেন বিনিয়োগের তাতে নতুন করে আমার বলার কিছু নেই। বাংলা এখন বাণিজ্যের গন্তব্য। শিল্পপতিরা সকলেই বলেছেন, এবারের শিল্প সম্মেলন সব দিক থেকেই ইউনিক এবং অনেক বড় মাপের হয়েছে। তবে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বা আরও কী কী এল সেটা এক্ষুনি বলতে পারব না কারণ, বৃহস্পতিবার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বিটুবি এবং বিটুজি কর্মসূচি রয়েছে। তারপরই নিশ্চিত করে বলা যাবে এ বছর কত টাকার বিনিয়োগ প্রস্তাব এল। তিনি বলেন বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকেই এই শিল্প আলোচনা এমওইউ সই এগুলো চলতে থাকবে। আমিও কয়েকটি স্টেশনে অংশ নেব। কয়েকজনের সঙ্গে কথা বলব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ব্রিটিশ এয়ারওয়েজের একজন প্রতিনিধি এখানে এসেছেন তাঁকে আমি অনুরোধ করেছি, এখান থেকে সরাসরি লন্ডনের উড়ান চালু করতে। একটা সময় এই উড়ান ছিল। জার্মানিকেও বললাম এখান থেকে উড়ান চালাতে। লুফট হানসা তো আমার আসার আগে। তবে এদিনের শিল্পপতিদের ভাষণে এবং তাঁদের বিনিয়োগ প্রস্তাবে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী। তিনি বলেন যা করে গেলাম তাতে আগামী দিনে বাংলার মুকুটে আরও একটা পালক যোগ হয়ে থাকবে।