ভ্যাকসিনের ২টো ডোজে দেওয়া যাবে অঞ্জলি, অংশগ্রহণ সিঁদুর খেলায়: নির্দেশ হাইকোর্টের

Must read

দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা এবার কিছুটা শিথিল হল। কলকাতা হাইকোর্ট নতুন নির্দেশিকা জারি করল । নয়া নির্দেশিকার জানা যায়
ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে মণ্ডপে ঢুকে দেওয়া যাবে অঞ্জলি।শুধু তাই নয় সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে।

তবে, হাইকোর্ট জানিয়েছে, ভ্যাকসিনের দু’টি ডোজ নিলেও মাস্ক পরা বাধ্যতামূলক । না হলে মণ্ডপে প্রবেশ নিষেধ।

বড় প্যান্ডেলে একসঙ্গে সর্বাধিক ৬০ জন থাকতে পারবেন
ছোট মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন
আগে থেকে নামের তালিকা তৈরি করতে হবে
নিয়ম না মানলে পুলিশ পুজোর অনুমতি বাতিল করতে পারে

আরও পড়ুন-বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠ করালেন রাজ্যপাল

গতবছর কোভিড নিয়ন্ত্রণে পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। এই বিধিনিষেধে উপকার হয়েছিল।আগের বছরের নির্দেশ বহাল রাখার জন্য আদালতে আবেদন জানান অজয়কুমার দে। শুক্রবার, কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই পুজো হবে।

পুজো মণ্ডপে ঢোকা নিষেধ। রাস্তা থেকেই করতে হবে প্রতিমা দর্শন। যানজট ও ভিড় নিয়ন্ত্রণ এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশ উচ্চ পর্যায়ের বৈঠক করে ।

Latest article