প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো নিয়ে কোনও কথা বলল না হাইকোর্ট (Panchayat Election- Calcutta High Court)। বরং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে, কীভাবে যাবে, কোথায় থাকবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করুন। এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব। এদিন আদালতে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলার হলফনামা দিতেই তাঁর আদালতে আসা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে কমিশন (Panchayat Election- Calcutta High Court)। যাবতীয় ব্যবস্থাপনা এবং আদালতের নির্দেশ কার্যকর করার বিষয়ে সামনের সোমবারই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার পরের শুনানি ওইদিনই।
আরও পড়ুন- বারাবনিতে কাল রোড-শো