মণ্ডপে আর উৎপাত করা যাবে না : কোর্ট

Must read

প্রতিবেদন: কড়া শর্তে পুজোর মণ্ডপে স্লোগান দেওয়া ৯ জনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই ৯ জন। শুক্রবার ১ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষে তাঁদের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ, কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ করতে পারবেন না তাঁরা। নতুন করে তাঁরা কোনও পুজোমণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না। প্রত্যেক সপ্তাহে থানায় এসে হাজিরা দিতে হবে। এমনকী রাজ্য সরকারের কোনও কার্নিভালে অশান্তি করাও যাবে না। ধৃতদের প্রত্যেকেরই কম বয়স। বেশির ভাগের বয়স ২০-২৫ বছর। অতি উৎসাহে তাঁরা ওই কাজ করে থাকতে পারেন বলেই আদালতের ধারণা।
মহাষষ্ঠীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে ঢুকে ডাক্তারের ছদ্মবেশে বিক্ষোভ দেখায় কিছু ছেলেমেয়ে। মুখে স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। দেখা যায় ধৃতদের একজনও ডাক্তার নয়। এরপর ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। সরকারি আইনজীবী বলেন, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট যে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। সুযোগ পেলে এরা অন্য মণ্ডপে গিয়েও একই কাজ করবে। এরপরেই এদিন উচ্চ আদালত শর্তসাপেক্ষে অভিযুক্তদের জামিন মঞ্জুর করে স্পষ্ট জানিয়ে দেয়, আর কোনও মণ্ডপে গিয়ে তাঁরা এই ধরনের আচরণ করতে পারবেন না।

আরও পড়ুন- দুই সুদীপের রানেও স্বস্তিতে নেই বাংলা

Latest article