প্রতিবেদন : প্রাথমিকের নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন। সোমবার কোর্ট (Calcutta High Court) খোলার পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ান। ফলে বাতিল হয়ে যায় এদিনের শুনানি। এখন এই মামলা গিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তিনি পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এখন সেই বেঞ্চ থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেন। উল্লেখ্য, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬-তে। ৪২ হাজার ৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে তাঁদের মধ্যে ৩২ হাজার ‘অপ্রশিক্ষিত’।
আরও পড়ুন- নাবালিকা গণধর্ষণে দোষীদের যাবজ্জীবন জেল