সন্তানের দেখাশোনার জন্য এবার ৭৩০ দিন ছুটি পাবে পুরুষেরাও! নির্দেশ কলকাতা হাইকোর্টের

Must read

সন্তানের দেখভালের জন্য পুরুষরাও এ বার দু’ বছর ছুটি পাবেন। সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও মহিলাদের সমান ছুটি নিতে পারবে বলে সোমবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, “সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না।” এই বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করায় আদালত।

আরও পড়ুন- ‘স্কুল শিক্ষক ও সহপাঠীরা দায়ী’, আত্মহত্যার আগে সুইসাইড নোটে লিখল নাবালক

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) এই রায়ের ফলে এবার পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে। আগামী ৩ মাসের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে নির্দেশিকা তৈরি করতে হবে বলেও নির্দেশ আদালতের। কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য ৭৩০ দিন‘চাইল্ড কেয়ার লিভ’ পেয়ে থাকেন। এর জন্য কোনও বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি ৩০ দিন দেওয়া হয়। তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন শিক্ষক।

Latest article