এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা-যাদবপুর

Must read

প্রতিবেদন : রাজ্যের শিক্ষার হাল নিয়ে সকাল-সন্ধে রাজ্য সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। এবার তাদের মুখে ঝামা ঘষে দিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় জায়গা করে নিল এ-রাজ্যের কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Calcutta- Jadavpur University)। ‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এর সর্বশেষ প্রকাশিত তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যের এই দুই শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় থাকলেও বঙ্গবাসীকে গর্বিত করে এই তালিকায় রয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির দৌড়ে জাপান ও চিনকেও পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৫৫ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকা বলছে, কলকাতার শিক্ষাকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে স্কোর ১৭.৬। পড়ুয়া-সংখ্যা ১৯,১১৯। পড়ুয়া-পিছু অধ্যাপকের সংখ্যা ১৫.৬। কলকাতার (Calcutta- Jadavpur University) বেশ কিছুটা পরে ৩৭৩ নম্বরে রয়েছে যাদবপুর। গতবারের তুলনায় এবার যাদবপুর বেশ কিছুটা নিচে নেমে গিয়েছে। তালিকা অনুযায়ী, যাদবপুরে পড়ুয়া-সংখ্যা ১৪,২১৭। পড়ুয়া-পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫। গবেষণা-ক্ষেত্রে ১৬.৯। দুই শিক্ষা প্রতিষ্ঠান বিদেশেও সমাদৃত। পঠন-পাঠনে নতুনত্ব আনার ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন- মেট্রোর বিস্তারে যানজট রুখতে, ধর্মতলায় ট্রান্সপোর্ট হাব

Latest article