বায়ুদূষণ (Air Pollution) দেশজুড়ে বড় সমস্যা। দিল্লির (Delhi) মত পরিস্থিতি না হলেও বাংলাতেও (West Bengal) ভালই দূষণ আছে। এই আবহে এবার প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ধাপার বায়ো–সিএনজি প্ল্যান্ট সম্প্রসারণ করার কথা ঘোষণা করলেন তিনি। ধাপায় জঞ্জাল থেকে বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে প্রক্রিয়াটি ঠিক কতটা কার্যকর। এবার এই প্রক্রিয়াকেই মান্যতা দিতে চাইছে কলকাতা পুরসভা। একটি বায়ো সিএনজি প্ল্যান্ট বানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। বাস্তবায়িত করতে পারলে দূষণ অনেকটা কমবে। তাছাড়া প্রাকৃতিক গ্যাসের উৎপাদন অনেকাংশেই বাড়বে।
আরও পড়ুন-উধাও ট্যাবের টাকা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ
বাংলায় হালকা শীতের আমেজ দেখা দিচ্ছে। শীতকালে বাতাসে দূষণের মাত্রা অনেকটকাই বাড়ে। অতএব বায়ুদূষণ কমাতে বিকল্প পথ ভাবতেই হয়েছে। বুধবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকের পর বায়ো সিএনজি প্ল্যান্ট বানানোর কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। ২০২২ সালে ধাপায় বায়ো সিএনজি প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছিল। দৈনিক ১৬০ কিলোগ্রাম গ্যাস তৈরি হচ্ছে সেখানে। তবে সেটা দিয়ে এত বড় শহরের চাহিদা মেটানো কার্যত অসম্ভব। তাই সেখানে কলকাতা পুরসভা বড় মাপের বায়ো সিএনজি প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে।
আরও পড়ুন-গদ্দারের কুশপুতুল পোড়াল তিন প্রধানের সমর্থকেরা
ধাপায় প্ল্যাটটি বানানোর জায়গা চিহ্নিত করা হয়েছে। বায়ো গ্যাস বা প্রাকৃতিক গ্যাস তৈরির ক্ষমতা বাড়াতে সবরকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ফিরহাদ হাকিম এই মর্মে বলেন, পরীক্ষামূলকভাবে বায়ো গ্যাস তৈরি হচ্ছিল। কলকাতা পুরসভার কয়েকটি গাড়ি সেই গ্যাসে চলছে। এখন মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধাপায় নতুন বায়ো গ্যাসের প্ল্যান্টের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে। এটা হলে পরিবেশ অনেকাংশে রক্ষা পাবে এবং আবর্জনার পরিমাণ কমবে।