প্রতিবেদন : অনলাইন নয়, অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। পড়ুয়াদের অনলাইনে পরীক্ষার দাবি উড়িয়ে মঙ্গলবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে আগেও একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের সেই রায়ই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অনেক আগেই অনলাইনে নিতে হবে পরীক্ষা, দাবি জানিয়ে আন্দোলনে নামেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু তাঁদের দাবি মানতে চায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন-ধাপে ধাপে উঠে যাচ্ছে বিভিন্ন স্টেশনের দূরপাল্লার কাউন্টার, টিকিট কাউন্টারও বেসরকারি হাতে
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়, স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে অফলাইনেই। কিন্তু তারপরও থামেনি আন্দোলন। পরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলায় সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু আদালতের নির্দেশে সন্তুষ্ট না হয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পড়ুয়ারা। কিন্তু মঙ্গলবার রায় দিতে গিয়ে সেই সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। পড়ুয়াদের দাবি ছিল, করোনাকালে দীর্ঘদিন অনলাইনে ক্লাস হয়েছে। সিলেবাসও শেষ হয়নি। এই পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত নয়। তাই অনলাইনে পরীক্ষার দাবি তোলেন তাঁরা। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। তিনিই যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।