প্রতিবেদন: বিটেকের পর এবার এমটেকের কোর্সেও বড় বদল আনতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। এবার থেকে পেশাদার ইঞ্জিনিয়ারদের জন্য ৩ বছরের যে চারটি কোর্স চালু ছিল সেগুলিকে কমিয়ে দু-বছর করা হচ্ছে। এতে পেশাদার পড়ুয়াদের সুবিধা হবে। বিশ্ববিদ্যালয় (Calcutta University) সূত্রে খবর, এমটেক শুধুমাত্র নিয়মিত কোর্স হিসেবেই রাখতে হবে। তিন বছরের কোর্স বা ইভিনিং কোর্সগুলো সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে। তাই চার ধরনের যে কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে দু-বছর করা হচ্ছে। এক্ষেত্রে পেশাদারদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। জানা গিয়েছে, এই চারটি কোর্সে আসন সংখ্যা রয়েছে মোট ৬২। যদি দেখা যায় পেশাদারদের ভর্তি করেও আসল ফাঁকা রয়েছে সেক্ষেত্রে সাধারণ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। আবার অন্যদিকে সাধারণ ডিগ্রি কোর্সে যদি দেখা যায় সাধারণ ছাত্র-ছাত্রীদের ভর্তি করার পরেও জায়গা ফাঁকা পড়ে রয়েছে। তখন সেখানে পেশাদারদেরকে ভর্তি নেওয়া যেতে পারে। এক বিভাগীয় আধিকারিক জানিয়েছেন, এমটেকে রেগুলার কোর্সে পড়াশোনা করলে পেশাদারদের সুবিধে হবে কারণ তাদের এক বছর করে সময় কমে যাবে। এ-ছাড়াও শংসাপত্রে যখন রেগুলার কোর্স হিসেবে লেখা থাকবে তখন তাদের কেরিয়ারে বাড়তি মাইলেজ দেবে।
আরও পড়ুন- ক্ষমতা পেয়েই সাতদিনে চন্দ্রবাবুর পরিবারের আয় বাড়ল ১ হাজার ২২৫ কোটি