প্রতিবেদন : ব্রিগেড চলো… আওয়াজ তুলেছে বাংলা। শহর থেকে গ্রাম উত্তাল হয়েছে জনগর্জন সভার প্রস্তুতিতে। বঞ্চনার জবাব দিতে জেলায় জেলায়, ব্লকে ব্লকে অলিতে-গলিতে প্রস্তুতিসভা, দেওয়াল লিখন, মিটিং-মিছিল চলছে। তাল মিলিয়ে চলছে যোগদান। ১০ মার্চ পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ঐতিহাসিক ব্রিগেড করার লক্ষ্য নিয়ে তৃণমূল এগোচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে।
আরও পড়ুন-কেন সমর্থন করবেন জোড়া ফুলকে?
লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের এই জনগর্জন সভা থেকে অত্যাচারিত বহিরাগত বিজেপিকে বিনাশের ডাক দেবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিতে কোথাও কোনও খামতি নেই। ব্রিগেডে জনজোয়ার আনতে ঝাঁপিয়ে পড়েছে পাহাড় থেকে সাগর। কার্শিয়াং থেকে কাকদ্বীপ আর পুরুলিয়া থেকে পলাশি। সর্বত্রই জনতার ঢেউ আছড়ে পড়ছে। আগামী রবিবার ব্রিগেডের জনগর্জন, তার আগে এই রবিবার তার প্রস্তুতিতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় কর্মিসভা, পথসভা অনুষ্ঠিত হয়। টালিগঞ্জের কর্মিসভা থেকে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, মালা রায়, স্নেহাশিস চক্রবর্তীরা বিজেপিকে বর্জনের আওয়াজ তোলার জন্য ঐতিহাসিক জমায়েতের আহ্বান জানান। সন্দেশখালিতে জনগর্জনের প্রস্তুতি সভা থেকে ১৫০টি বাস ভর্তি করে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। রামপুর স্কুল মাসের সভা থেকে মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, নারায়ণ গোস্বামীরা সেই পরিকল্পনার কথা জানান। উত্তরে প্রকাশচিক বরাইকরা গর্জন তোলেন।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যি নয় : মুখ্যমন্ত্রী
আলিপুরদুয়ারের সেই প্রস্তুতি সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বহু নেতা-কর্মী। হেমতাবাদে মিছিল ও সভা করে ব্লক তৃণমূল কংগ্রেস। কোচবিহারের প্রস্তুতি সভা হয় অভিজিৎ দে ভৌমিক, পার্থপ্রতিম রায়, পরেশ অধিকারীদের নেতৃত্বে। ছিলেন ডায়মন্ড হারবারের প্রস্তুতি সভাতেও শামিম আহমেদ, পান্নালাল হালদারের হাত ধরে ছাত্র-যুবরা দলে দলে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রস্তুতি সভাতেই দেখা গেল জনজোয়ার। হাওড়ার ডোমজুড়ের প্রস্তুতি সভায় বিজেপিকে নিশানা করেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। মন্ত্রী পুলক রায় ও বিধায়ক সুকান্ত পালের উপস্থিতিতে প্রস্তুতি সভা হয় হাওড়ার আমতার শিয়াগোড়িতে। শিবপুর ও দক্ষিণ হাওড়ায় প্রস্তুতি সভা করেন মন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক নন্দিতা চৌধুরী প্রমুখ। বাঁকুড়ার বিষ্ণুপুরে জনগর্জন সভার প্রস্তুতিতে কর্মিসভায় ছিলেন জয়প্রকাশ মজুমদার। বিষ্ণুপুরেরই জয়পুর ব্লকের সভায় ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। পূর্ব মেদিনীপুরের তমলুকে জনগর্জন সভার সমর্থনে প্রস্তুতি সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও সমস্ত ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে প্রস্তুতিতে সাড়া ফেলে দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।