সাধারণ রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swaroop Nigam)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সচল রাখার ব্যাপারে তিনি আবেদন জানান। একইসঙ্গে আরজি কর-কাণ্ডের কড়া নিন্দা করে স্বাস্থ্যসচিব জানান, চিকিৎসকদের মর্যাদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আরজিকর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব বলেন, ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা কোনও হাসপাতালে যাতে আর না ঘটে, সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। এর পাশাপাশি, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখাটাও সরকারের কর্তব্য।
আরও পড়ুন- ফের ২১ দিনের প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম! সরব বিরোধীরা
তিনি (Narayan Swaroop Nigam) বলেন, রাজ্যে প্রতিদিন প্রায় ২ লক্ষ ওপিডি হয়, ১ লক্ষের বেশি টেলি মেডিসিন পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার মানুষ হাসপাতালে ইন্ডোর বিভাগে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। কিন্তু ডাক্তারদের কর্ম বিরতির জেরে সেই পরিষেবা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেকারণে সরকারি হাসপাতালে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য কর্মবিরতি প্রত্যাহার করার ব্যাপারে আবেদন জানানো হচ্ছে। যদিও, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নিয়ে প্রশ্ন করা হলে সেই বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন।