পুতিন হঠাও ডাক

বিশেষ করে, তাঁর সেনা সমাবেশের নির্দেশের পর এবার রাশিয়ায় পুতিন হঠাও স্লোগান উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে পুতিন বিরোধী বিক্ষোভ।

Must read

ইউক্রেন যুদ্ধে ক্রমেই বেকায়দায় পড়ছে রাশিয়া। দখল করা এলাকার অনেকটাই হাতছাড়া হয়েছে রুশ বাহিনীর। আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি ঘরেও চাপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। বিশেষ করে, তাঁর সেনা সমাবেশের নির্দেশের পর এবার রাশিয়ায় পুতিন হঠাও স্লোগান উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে পুতিন বিরোধী বিক্ষোভ।

আরও পড়ুন-বিরল! মৃতের হাত জুড়ল যুবকের দেহে

পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি ইউক্রেন যুদ্ধকে ব্যর্থ ও অপরাধ বলে তোপ দেগেছেন। জেলবন্দি নাভালনির মন্তব্য, ইউক্রেন অভিযান ব্যর্থ হয়েছে। এখন সবাইকেই যুদ্ধে জড়াতে চাইছেন পুতিন। হাজার হাজার মানুষের শরীরে রক্তের ছাপ বসাতে চাইছেন তিনি। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন জানান, দেশের রিজার্ভ বাহিনীর সদস্য ও সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্তদেরও ফের ফৌজে নিয়োগের জন্য ডিক্রি জারি করা হয়েছে।

Latest article