খেলা

সেই সুনীলই ত্রাতা ভারতের

চিত্তরঞ্জন খাঁড়া: কম্বোডিয়ার (Cambodia vs India)জাতীয় সংগীত বাজানো নিয়ে বিভ্রাটের জেরে ম্যাচ শুরু হয় পাঁচ মিনিট দেরিতে। তার কয়েক ঘণ্টা আগে কম্বোডিয়ার পতাকা বিতর্কে রীতিমতো অশান্তির পরিস্থিতি তৈরি হয়। হস্তক্ষেপ করতে হয় এএফসি-কে। ম্যাচে অবশ্য কোনও অশান্তি হয়নি। ফিফা ক্রমতালিকায় ৬৫ ধাপ পিছিয়ে থাকা কম্বোডিয়াকে ভরা যুবভারতীতে ২-০ গোলে হারাল ভারত। জোড়া গোলে নায়ক সেই সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৮২ গোল হয়ে গেল সুনীলের। শ্বশুরবাড়ির শহরে ম্যাচের আগে জনসমর্থন চেয়েছিলেন ভারত অধিনায়ক। প্রায় ৫০ হাজার দর্শকের প্রবল সমর্থন মিলল কিন্তু ভারতের খেলায় মন ভরল না। স্বস্তির এটাই, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ডে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচ জিতে মূলপর্বে ওঠার পথে এগোল ইগর স্টিমাচের দল। অন্য ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারাল হংকং।

কাইসেকু হন্ডার ছেলেরা সারাক্ষণ ডিফেন্স করে প্রতিআক্রমণে মাঝে মধ্যে ঝটকা দিতে চেয়েছিলেন। দুই-একটি শট ছাড়া সারাক্ষণ গোল বাঁচাতেই ব্যস্ত ছিল কম্বোডিয়া। কিন্তু ভারতীয় দলে একজন সুনীল ছিলেন। একটু পিছন থেকে খেলছিলেন। বিপক্ষ রক্ষণের ফাঁকফোকর খুঁজে ঠিক গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন। তাঁকে দুই প্রান্ত থেকে সাহায্য করছিলেন লিস্টন কোলাসো এবং ব্রেন্ডন ফার্নান্দেজ। গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে (Cambodia vs India)। ১২ মিনিটে লিস্টনকে বক্সের মধ্যে ফাউল করেন কম্বোডিয়ার ডিফেন্ডার চানচভ। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি সুনীল। দ্বিতীয়ার্ধে সাহাল, উদান্তদের নামিয়ে মাঝমাঠ সচল রাখেন স্টিমাচ। ৫৯ মিনিটে সুনীলের দ্বিতীয় গোল। ব্রেন্ডনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করার সময় কেউ তাঁকে মার্ক করেনি। এর পর সুনীলকে তুলে নেন স্টিমাচ। কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট এবং কম্বোডিয়ার রক্ষণাত্মক ফুটবলের কারণে ভারতের গোলের ব্যবধান বাড়েনি।

আরও পড়ুন: আট বছরে অষ্টরম্ভা

ম্যাচের পর সুনীল (Sunil Chhetri) বললেন, “গোল আমি করলেও কৃতিত্ব গোটা দলের। কাজ এখনও শেষ হয়নি।” ভারতের জয়ের দিনেও ম্যাচের আগের বিতর্ক নিয়ে চর্চা চলল। বিতর্ক তৈরি হয় কম্বোডিয়ার ভুল পতাকা নিয়ে। যার জেরে এএফসি-র তরফে চিঠি পাঠিয়ে কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষোভ প্রশমিত করতে হয়। জানা গিয়েছে, প্রতিযোগিতায় কম্বোডিয়ার ভুল পতাকা তুলে ধরা হয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আসরে নামে এএফসি। টুর্নামেন্ট ডিরেক্টর মঙ্গিল শিন জানিয়েছেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কম্বোডিয়ার জাতীয় পতাকার ডিজাইন ও রং ভুল হওয়ায় তাঁরা আন্তরিকভাবে দুঃখিত। তবে ম্যাচ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে পতাকায় কোনও ত্রুটি থাকবে না। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে নাকি দল তুলে নেওয়ার হুমকিও দেয় কম্বোডিয়া ফুটবল ফেডারেশন। কম্বোডিয়ার অভিযোগের তির ভারতীয় ফুটবল ফেডারেশনের দিকে। তারা মনে করে, পতাকায় ভুলটা এআইএফএফ-এর জন্য হয়েছে। শুধু পতাকা নয়, একাধিক ইস্যু নিয়ে নাকি অভিযোগ কম্বোডিয়ার। খাবার, জল, সুযোগ-সুবিধা নিয়েও অভিযোগ তাদের।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago