মুম্বই: আইপিএল নিলামে ক্যামেরুন গ্রিনকে (Cameron Green) সাড়ে সতেরো কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু টুর্নামেন্টের শুরুতে অস্ট্রেলীয় অলরাউন্ডারকে শুধু ব্যাটার হিসাবেই পাবে তারা। ১৩ এপ্রিল পর্যন্ত গ্রিন বল করতে পারবেন না। কারা গ্রিনকে (Cameron Green) বল করতে নিষেধ করেছে? তিনি আটকে গিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের (Australia Cricket Board) ওয়ার্কলোড পলিসিতে। এতে গ্রিনের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স নিশ্চিতভাবে সমস্যায় পড়বে। কিন্তু বিষয়টি যে তাদের কাছে একেবারে অজানা ছিল, তাও নয়। জানা গিয়েছে, কোচিতে নিলামের দিন সকালে আইপিএল কর্তা হেমাঙ্গ আমিন দশটি ফ্র্যাঞ্চাইজির হাতে একটি কাগজ তুলে দিয়েছিলেন। তাতে বলা ছিল, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে গ্রিনকে পুরো আইপিএলই পাওয়া যাবে। কিন্তু তিনি যদি ভারতে গাভাসকর-বর্ডার ট্রফির চারটি টেস্টেই অংশ নেন, তাহলে চতুর্থ টেস্টের শেষদিনের পর থেকে চার সপ্তাহ তিনি বল করতে পারবেন না। প্রসঙ্গত, এই টেস্ট হবে ৯-১৩ মার্চ, ২০২৩। সেক্ষেত্রে গ্রিন বল করতে পারবেন চার সপ্তাহ পরে। আইপিএলের (IPL 2023) আগে সব ফ্র্যাঞ্চাইজিদের উপরেই চাপ বেড়েছে এই কারণে যে, বিসিসিআই তাদের জানিয়েছে ২০২৩ বিশ্বকাপের জন্য সর্ট লিস্টেড প্লেয়ারদের ওয়ার্কলোডের উপর নজর রাখা হবে। ২০ জন শীর্ষ ভারতীয় ক্রিকেটার এই তালিকায় রয়েছেন। সেভাবেই ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনা করতে বলা হয়েছে।