পুণেতে শিবির, দলে ৮ নতুন মুখ

বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য জাতীয় শিবিরে ৩৮ জন ফুটবলারকে ডাকলেন ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।

Must read

নয়াদিল্লি : বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য জাতীয় শিবিরে ৩৮ জন ফুটবলারকে ডাকলেন ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। দলে আটজন নতুন মুখ। ভি পি সুহের, দীপক টাংরি, প্রভসুখন গিল, মহম্মদ নওয়াজ, অনিকেত যাদবরা প্রথমবার জাতীয় দলের শিবিরে ডাক পেলেন। লিস্টন কোলাসো, মনবীর সিং-সহ এটিকে মোহনবাগানের মোট আটজন ফুটবলার রয়েছেন দলে।

আরও পড়ুন-জামশেদপুর ম্যাচই ফাইনাল : কৃষ্ণ

তবে ভারতীয় দলে নেই ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার। বেলারুশ নিয়ে ফিফা কোনও সিদ্ধান্ত না নেওয়ায় ২৬ মার্চ ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী এআইএফএফ। হোলির সময় গোয়ায় হোটেল পাওয়া যাচ্ছে না বলে জাতীয় শিবির অনুষ্ঠিত হবে পুণেতে। স্থানীয় বালেওয়াড়ি স্টেডিয়ামের মাঠে অনুশীলন করবে ভারতীয় দল। ১০ মার্চ ফুটবলাররা পুণের হোটেলে মিলিত হবেন। পরের দিন থেকে শিবির শুরু। ২১ মার্চ সুনীল ছেত্রীরা বাহরিন উড়ে যাবেন ম্যাচ খেলতে। ২৩ মার্চ বাহরিন ও ২৬ মার্চ বেলারুশের বিরুদ্ধে খেলা।

Latest article