সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ২০০৯ সালে দু’টি সোনার দোকানে চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। গত শুক্রবার আলিপুরদুয়ারের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেন। এই ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমাদের দেশের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত। এটা আমাদের কোচবিহারের চরমতম লজ্জা।
আরও পড়ুন-মাদ্রাসা পরীক্ষার প্রস্তুতি শুরু
আদালতের নির্দেশে মন্ত্রীকে পুলিশ ধরে নিয়ে কোর্টে তুলবে— কীভাবে এই লজ্জা নিবারণ হবে আমরা জানি না। ২৪-এর লোকসভায় লজ্জা নিবারণের প্রার্থনা নিয়ে যাব মানুষের কাছে। এই সত্যটাকে তুলে ধরব। আজ থেকেই এর প্রতিবাদে জেলার সমস্ত ব্লকে জনসভা হবে। আজ ভেটাগুড়ি ১,২ নম্বর গ্রামপঞ্চায়েতে নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবি এবং তাঁর গ্রেফতারের জন্য পুলিশ অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে আদালতে হাজির করানোর জন্য।
আরও পড়ুন-মোজায় ভরে সোনা পাচারের চেষ্টা
নিশীথ প্রামাণিকের গ্রেফতারি প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটো সোনার দোকানে চুরির ঘটনায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ মামলা করেছিল। সেই মামলায় মহামান্য আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আমাদের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস রয়েছে। এখানে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মানুষই তার বিচার করবে, মানুষই শেষ কথা বলবে।