সংবাদদাতা, হাওড়া : আজ বৃহস্পতিবার হাওড়া ও বর্ধমানের (Howrah–Barddhaman) ট্রেন পথে যোগাযোগ ছিন্ন থাকছে। ফলে হুগলি, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বড় অংশের স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়া ও বর্ধমানের (Howrah–Barddhaman) মধ্যে কর্ড লাইনের ১৭ জোড়া ও মেন লাইনের ১৪ জোড়া লোকাল ট্রেন বন্ধ থাকছে। এছাড়া ৪১ জোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও বন্ধ থাকছে। এর মধ্যে হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস প্রভৃতি ট্রেন রয়েছে। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, হাওড়া-দিল্লি বা শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস চলবে। বুধবার পূর্ব রেলের হাওড়ার ডিআরএম মণীশ জৈন সাংবাদিক বৈঠকে জানান, ‘‘বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়া শতাব্দীপ্রাচীন ফুট ওভারব্রিজ ভাঙার কাজ চলার কারণেই বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত হাওড়া ও বর্ধমানের মধ্যে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে কর্ড লাইনে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া ও মেন লাইনে হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১১ জোড়া লোকাল ট্রেন চালানো হবে।’’ ছুটির দিন রবিবারের পরিবর্তে সপ্তাহের মাঝে বৃহস্পতিবার এই কাজ হওয়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে অভিযোগ যাত্রীদের। এই ব্যাপারে হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সঙ্গে আলোচনা না করেই রেল একতরফাভাবে সপ্তাহের মাঝে কাজের দিন এতগুলি ট্রেন বন্ধ করে দিচ্ছে। এর ফলে মানুষের ভোগান্তি চরমে উঠবে। ছুটির দিন রবিবার এই কাজ করলে কী এমন অসুবিধা হত? আসলে রেল এখন যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে নিজেদের ইচ্ছেমতো চলে।’’ যদিও রেলের দাবি, দ্রুত ফুট ওভারব্রিজ ভাঙার কাজ শেষ করতে চাওয়াতেই বৃহস্পতিবার ট্রেন বন্ধ রাখা হয়েছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। তবে বৃহস্পতিবারের পর আর এতগুলি লোকাল ট্রেন বন্ধ রাখা হবে না। কিছু ট্রেন বাতিল করা হবে। শুধু বৃহস্পতিবারই এত সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এর আগেও একাধিকবার রেলের ফুট ওভারব্রিজ ভাঙার জন্য দফায় দফায় ট্রেন বন্ধ ছিল। সব মিলিয়ে আবারও ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…