গরুর সংসর্গে ক্যানসার নিরাময়, কমবে রক্তচাপও! আজব যুক্তিতে হাসির খোরাক যোগীরাজ্যের মন্ত্রী

Must read

প্রতিবেদন : বিজেপি নিজেরাই নিজেদেরকে হাসির খোরাক করে তুলছে। তাদের আজব যুক্তি ও মন্তব্যে হেসেই খুন সকলে। উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার বললেন যে গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যানসার (Cancer) রোগের নিরাময় হয়। যোগীরাজ্যের মন্ত্রীর এহেন কথা শুনে ট্রোলের ঝড়। তাঁর কথায়, যদি কোনও ক্যানসার (Cancer) রোগী গোয়ালঘর পরিষ্কার করেন এবং ওখানেই ঘুমান, তাহলে মারণ রোগও নিরাময় সম্ভব। এছাড়া ঘুঁটে পোড়ালে মশা দূর হয়। অর্থাৎ গরুর সব কিছুই কোনও না কোনওভাবে উপকারী। তাঁর মতে, গরুর পিঠে হাত বোলালে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। বিজেপি নেতা তথা মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা ছুটেছে। তাঁদের বুদ্ধির বহর দেখে হাসতে হাসতে প্রাণ যাওয়ার জোগাড়। গোবলয়ে গরু নিয়ে ‘আদিখ্যেতা’ বরাবরই মাত্রাছাড়া। যোগীর রাজ্য উত্তরপ্রদেশও তার ব্যতিক্রম নয়। এর আগে গরুর দুধে সোনা আছে— এই মন্তব্য করে ভাইরাল হয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর থেকেও এক কাঠি উপরে গিয়ে বালখিল্য মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার।
মন্ত্রীর সামনেই একদল কৃষক উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষেতের গাছ মুরিয়ে ধ্বংস করে দেয় গরু। এতেও আজব যুক্তি দিয়ে মন্ত্রী জানান, গরুর প্রতি মানুষের সম্মান কম। আমরা তো আমাদের মায়েদের খেতে দিই না, সেই জন্যই ক্ষেতের ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন- মুখ্যসচিব-ডাক্তার সংগঠনের বৈঠক: ৭টি দাবি কার্যকর, পরিষেবায় ফিরুন জুনিয়র ডাক্তাররা

Latest article