সংবাদদাতা, মালদহ : নাম ঘোষণা হওয়ার পর দিনই সোমবার মালদহ পৌঁছলেন প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। স্টেশনে নামামাত্রই কর্মী-সমর্থকদের শুভেচ্ছা পেলেন তিনি। ফুল, মালা দিয়ে তাঁকে বরণ করে নিলেন কর্মীরা। এরপরই স্টেশন থেকে বেরিয়েই চা-চক্রের মাধ্যমে জনসংযোগ সেরে ফেলেন প্রসূন। পথাচারিদের সঙ্গে কথা বলেন। তাঁকে দেখে এগিয়ে আসেন অনেক বাসিন্দাও। কিছু সমস্যার কথা তুলে ধরেন প্রার্থীর কাছে। সব সমস্যার সমাধান করবে তৃণমূল বলে কথা দেন তিনি।
আরও পড়ুন-জগন্নাথের অত্যাচার থেকে নদিয়াকে বাঁচাবেন মুকুটমণি
পাশাপাশি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন। আর আমি আপনাদের সমর্থন চাই। রাজনীতির আঙিনায় পা ফেললেন সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে জনগর্জণ সভা থেকে মালদাহ উত্তর কেন্দ্রের পার্টি হিসেবে তার নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরেই এদিন তিনি মালদহের মাটিতে পা রাখেন। মালদহ স্টেশন থেকে সোজা পুরাতন মালদহ চৌরঙ্গী মোড়ে একটি চা চক্রে তিনি মিলিত হন। চক্রের মাধ্যমে মঙ্গলবাড়ী এলাকায় তিনি প্রচার করেন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল,পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। প্রচার শেষে তিনি মালদহ প্রেস কর্নারে সাংবাদিকদের সাথে মিলিত হন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…