সংবাদদাতা, ভূপতিনগর : ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ ভূপতিনগরের যেসব তৃণমূল নেতা-কর্মীদের হেনস্থা করছে, তাদের পাশে দলের থাকার কথা আগেই সভা করে বলে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেইমতো ভূপতিনগরের নির্যাতিত পরিবারগুলোর বাড়ি গিয়ে খোঁজখবর নেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা।
আরও পড়ুন-পর্যাপ্ত ওআরএস মজুতের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর
প্রসঙ্গত, ২০২২-এর ২ ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে এনআইএ অভিযান চালিয়ে নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানা এবং ভগবানপুর ২ ব্লকের অর্জুননগর অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে গ্রেফতার করেছে। এছাড়াও পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েত সদস্য নবকুমার পন্ডাকে নোটিশ দিয়ে তলব করে এনআইএ। তিন নেতার বাড়িতেই যান উত্তম ও পীযূষকান্তি। সঙ্গে ছিলেন ব্লক সভাপতি অম্বিকেশ মান্না-সহ তৃণমূল নেতারা। ইতিমধ্যেই এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে থানায় শ্লীলতাহানি, মারধর, হুমকি, জোর করে বাড়িতে ঢোকা, ভাঙচুরের অভিযোগ করেন ধৃত মনোব্রতর স্ত্রী মনি জানা।