টাকা ফেরত চেয়ে বিকাশের বিরুদ্ধে আন্দোলনে প্রার্থীরা

স্কুল নির্ধারণ হয়ে যাওয়ার পর ‘ফেল করা’ একজনের হয়ে বাকিদের জয়েনিং আটকাতে আসরে নামেন সিপিএমের ওই সাংসদ-আইনজীবী।

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে সিবিআই তদন্ত। এবার ২০১৬ সালের এসএলএসটি শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় ১২৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগে আর কোনও বাধা নেই। তাই এবার অকৃতকার্যদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সিপিএমের বিকাশ ভট্টাচার্যের নেওয়া ২৭ লক্ষ টাকা ফেরত চান চাকরিপ্রার্থীরা। সেই লক্ষ্যে ‘বিকাশ তুমি টাকা ফেরত দাও’ আন্দোলনে নামছেন এসএলএসটির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ১২৭৯ জনের নিয়োগের সুপারিশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেয়ে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষক-শিক্ষিকাদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করে দেওয়ার পর একজন অকৃতকার্য চাকরিপ্রার্থীর হয়ে আদালতে মামলা করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। স্কুল নির্ধারণ হয়ে যাওয়ার পর ‘ফেল করা’ একজনের হয়ে বাকিদের জয়েনিং আটকাতে আসরে নামেন সিপিএমের ওই সাংসদ-আইনজীবী। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা বাবদ ২৭ লক্ষ টাকা নেন।

আরও পড়ুন-ট্রাম্পের শুল্কঝড় রুখতে ভারতকে পাশে চায় বেজিং

বিকাশের মামলার জেরেই ২০২২ সাল থেকে হাইকোর্টে ১২৭৯ জনের চাকরি ঝুলে রয়েছে। মঙ্গলবার শীর্ষ আদালত সিবিআই তদন্ত খারিজ করে দেওয়ার পর এবার চাকরিপ্রার্থীরা ‘বিকাশ তুমি টাকা ফেরত দাও’ আন্দোলনে নামছেন বলে ঘোষণা করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, চাকরি পাইয়ে দেওয়ার নামে আমাদের থেকে ২৭ লক্ষ টাকা নিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই ২৭ লাখের উপর ১২ শতাংশ সুদসমেত টাকা ফেরত দিতে হবে সিপিএমের আইনজীবী সাংসদকে। আন্দোলনকারীরা বিকাশ ভট্টাচার্যর বাড়ি ও চেম্বারে গিয়েও এই দাবিতে জমায়েত করবেন বলেও জানিয়েছেন।

Latest article