পরীক্ষাকেন্দ্রে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে পরীক্ষার্থীরাই

Must read

প্রতিবেদন: দেখা গিয়েছে, বোর্ড (West Bengal Board of Secondary Education) পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের আসবাবপত্র প্রায় নষ্ট করে। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ ফি বছর আসে পর্ষদের কাছে এবং স্কুল গুলির কাছে। এবার এই ধরনের অন্যায়ের রাশ টানতে পর্ষদ আগেই জানিয়েছে, কিছু নির্দিষ্ট অঙ্কের টাকা পরীক্ষার্থীদের বাবা মায়েদের জমা রাখতে হবে স্কুলের কাছে। যদি সেই স্কুলের পরীক্ষার্থীরা অন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে আসবাবপত্রের ক্ষতি করেছে এমন অভিযোগ আসে সেই টাকা দিতে হবে ওই জমা টাকার থেকেই। অন্যথায় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে অভিভাবকদের।

মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এই ক্ষতির অভিযোগ পেয়ে ক্লান্ত। তাই এই বছরই নির্দেশিকা জারি করে পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের পড়ুয়ারা এমন কাণ্ড ঘটাবে, তার দায় নিতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। করা হবে জরিমানা। জানা গিয়েছে অনেক স্কুল এডমিট কার্ড দেওয়ার দিন পরীক্ষার্থীদের দিয়ে এই ধরনের কাজ না করার জন্য শপথ বাক্য পাঠ করাবে। কিন্তু তারপরেও যদি এই ধরনের কান্ড ঘটে তাহলে পড়ুয়াদেরই সেই ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন-বালিতে কাজের চাপে অসুস্থ আইসিডিএস কর্মী বিএলও

নতুন নিয়ম অনুযায়ী যেহেতু এখন সব পরীক্ষা কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক হয়েছে তাই এই ধরনের কাজ কেউ করলে তা সহজেই ধরা যাবে বলে মনে করছে শিক্ষা দফতর। পর্ষদের নির্দেশ, ভাঙচুর হলে পরীক্ষার আগে ও পরে জিও–ট্যাগিং করে ছবি তুলে পাঠাতে হবে। যার ভিত্তিতে পর্ষদ হামলাকারী ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজ়াল্ট আটকে রাখবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের টাকা মেটালে তবেই রেজাল্ট দেওয়া হবে।

Latest article