তিলোত্তমার বিচার চেয়ে মোমবাতি মিছিল জুনের

জুন বলেন, সিবিআই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : ‘একজন মহিলা হিসেবে আজ আমি পথে নেমেছি, কোনও নেত্রী বা সাংসদ হিসেবে নয়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আজ এমন অনেকেই পথ হেঁটেছেন যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত নন। আজকের এই মোমবাতি মিছিল আমরা তিলোত্তমাকে উৎসর্গ করছি। তাঁর সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা যেন ভবিষ্যতে আর কারুর সঙ্গে না ঘটে। আজ রাখিপূর্ণিমার দিন সেই সংকল্পও আমরা গ্রহণ করব।’

আরও পড়ুন-ফেলে দেওয়া জিনিসে তৈরি হল পোদ্দারবাড়ির রাখি

জেলা শহর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠ থেকে কালেক্টরেট পর্যন্ত একটি মোমবাতি মিছিল করার পর সোমবার সন্ধেয় সাংবাদিকদের বললেন মেদিনীপুরে সাংসদ জুন মালিয়া। আরজি কর মেডিক্যালের নির্যাতিতা ও নিহত চিকিৎসকের স্মরণে এদিন শহরে একটি মোমবাতি মিছিল করেন জুন। অরাজনৈতিক এই মৌনমিছিলে পা মেলান শহরের অসংখ্য মহিলা। মিছিল শেষে শহরের কালেক্টরেট মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রজ্বলিত মোমবাতি স্থাপন করা হয় এবং নীরবতা পালন করা হয়। তারপরই নিহত মহিলা চিকিৎসকের মৃত্যুর দ্রুত বিচার দাবি করা হয়। জুন বলেন, সিবিআই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়।

Latest article