প্রতিবেদন : কোনও রাজ্যকেই নতুন জাতীয় শিক্ষানীতি মানতে বাধ্য করতে পারবে না কেন্দ্র। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারডিভিল এবং বিচারপতি আর মহাদেবানের। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়কে স্বাগত জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জাতীয় শিক্ষানীতির চিন্তাভাবনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরদর্শিতা সেই বিষয়টি ঐদিন আরও একবার স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, সুপ্রিম কোর্ট আবারও রাজ্য সরকারের অবস্থানকে সমর্থন করেছে। বোর্ডের রূপরেখা কেন্দ্র নির্ধারিত করলেও, আমাদের দেশের বৈচিত্র্যের সাথে মানিয়ে নেওয়ার জন্য শিক্ষানীতি নির্ধারণের বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এগিয়ে আছেন। তাঁর অভিভাবকত্বে সমগ্র দেশের জন্য প্রযোজ্য মৌলিক কাঠামো বজায় রেখে রাজ্য শিক্ষানীতি প্রণয়ন করেছে।
আরও পড়ুন- সংবাদমাধ্যমকে দায়িত্বশীল পরিবেশনের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
এদিন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। জি এস মানি নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন রাজ্যগুলি যেন জাতীয় শিক্ষানীতি মানে। তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যে প্রথম ভাষা হিসেবে মাতৃভাষা শিখতে হবে, এরপর শিখতে হবে হিন্দি বা ইংরেজি তারপর একটি প্রাচীন ভারতীয় ভাষাকে বেছে নিতে হবে রাজ্যগুলিকে। এই নিয়ে আপত্তি তুলেছে বেশ কিছু রাজ্য। যেহেতু ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষাব্যবস্থা যৌথ তালিকাভুক্ত তাই নয়া শিক্ষানীতি নিয়ে কেন্দ্র যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ সংবিধান বিরোধী। এই যুক্তিতেই বেশ কিছু রাজ্য এই নীতি মানতে নারাজ। আদালত জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করতে পারবে না কেন্দ্র। একমাত্র যদি রাজ্যের পদক্ষেপ কোনও নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করে থাকে তবে শুধুমাত্র সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারবে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…