মুম্বই, ২৬ ডিসেম্বর : বছরটা এক কথায় স্বপ্নের মতোই কেটেছে সূর্যকুমার যাদবের। পারফরম্যান্সে ধারাবাহিকতার নিরিখে সাদা বলের ফরম্যাটে সূর্যকে বিশ্বের অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। টি ২০ ব্যাটারদের তালিকার তালিকার শীর্ষে থেকেই বছরটা শেষ করছেন ডানহাতি মুম্বইকর।
আরও পড়ুন-পুলিশের বার্ষিক ক্রীড়া
তিনি বলছেন, ‘‘আমার সৌভাগ্য যে সতীর্থ হিসেবে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো গ্রেটদের পেয়েছি। ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওরা যে মাপের ক্রিকেটার এবং যা অর্জন করেছে, তার কাছাকাছি কোনওদিন পৌঁছতে পারব কি না জানি না।’’
সূর্য আরও বলেন, ‘‘সম্প্রতি বিরাট ভাইয়ের সঙ্গে কয়েকটা পার্টনারশিপ গড়েছি। যা আমি দারুণ উপভোগ করেছি। রোহিত ভাই তো আমার কাছে বড় ভাইয়ের মতো। যখনই ব্যাটিং নিয়ে আমার কোনও সমস্যা হয়, আমি সরাসরি রোহিত ভাইয়ের সঙ্গে আলোচনা করি। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকেই রোহিত ভাই আমার গাইড।’’
আরও পড়ুন-উষ্ণতম ডিসেম্বর কলকাতায়, শীতের দেখা নেই
আইসিসি-র টি ২০ ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে তিনি। গোটাটাই স্বপ্নের মতো মনে হচ্ছে সূর্যর। তিনি বলছেন, ‘‘এক বছর আগেও যদি আমাকে এই খবরটা দিত, তাহলে বিশ্বাস করতাম না।’’ সূর্যর সংযোজন, ‘‘মাঠে নেমে একটাই কথা মাথায় রাখি, দলের জন্য অবদান রাখতে হবে। ব্যাট করতে নামার সময় লক্ষ্য রাখি বোলাররা যেন মাথায় চড়তে না পারে।’’