ফাঁসির সাজা

বিস্ফোরণের আগে সেটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে।

Must read

২০০৬ সালের ৭ মার্চ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারাণসীর সঙ্কটমোচন মন্দির ও বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন। ওই বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানের ফাঁসির সাজা ঘোষণা করল গাজিয়াবাদ জেলা আদালত। ওই বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ১০০ জন। গোদালিয়া এলাকায় তৃতীয় বোমাটি রাখা ছিল।

আরও পড়ুন-স্বামীকে গ্রেফতার করে শিরোনামে, দুর্নীতির দায়ে জেলে সেই দাবাং-কপ

তবে বিস্ফোরণের আগে সেটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে ইলাহাবাদ হাইকোর্ট ওই মামলা গাজিয়াবাদ জেলা আদালতে স্থানান্তরিত করে। প্রায় ১৬ বছরের শুনানি-পর্বের শনিবার ধৃত ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে গাজিয়াবাদ জেলা আদালত। সোমবার অপরাধীর সাজা ঘোষণা করলেন বিচারক। বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও উত্তরপ্রদেশ পুলিশ তাদের ধরতে পারেনি।

Latest article