নবি মুম্বই, ১ নভেম্বর : ব্যর্থতার যন্ত্রণা জানি। এবার জয়ের স্বাদ পেতে চাই। বিশ্বকাপ ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে এসে সাফ জানালেন হরমনপ্রীত কৌর।
২০০৫ ও ২০১৭, দুবার ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় মেয়েদের। আট বছর পর ফের একটা বিশ্বকাপ ফাইনালে ভারত। এবার আর সুযোগ হাতছাড়া করতে রাজি নন হরমন। শনিবার ভারত অধিনায়ক বলেন, ফাইনালে হারের যন্ত্রণা আমাদের অজানা নয়।
এবার জয়ের অনুভূতি পেতে চাই। আশা করি, কাল দিনটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি। এবার শেষ কাজটা ঠিকঠাক করতে হবে। কারণ দিনের শেষে ওটাই আসল। আমরা ওই বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চাই।
আরও পড়ুন-দিল্লি-এনসিআরে দূষণ ও ভাইরাসের জোড়াফলায় অসুস্থ ৭৫% পরিবার!
হরমন আরও বলেন, আমার নিজেদের মধ্যে একটা কথা আলোচনা করছিলাম। যতবার মাঠে নেমে খেলা উপভোগ করেছি— চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিয়েছি, ততবারই ইতিবাচক ফল পেয়েছি। বিশ্বকাপ ফাইনাল খেলছি, এটা আমার এবং গোটা দলের কাছে গর্বের বিষয়। আমি নিশ্চিত, গোটা দেশও আমাদের নিয়ে গর্বিত। এবার তার মান রাখতে হবে। হরমনের সংযোজন, বিশ্বকাপ ফাইনাল খেলছি। এটাই তো অনুপ্রেরণা। এর থেকে বড় ম্যাচ আর কী হতে পারে! গোটা দল মানসিক ভাবে খুব ভাল জায়গায় আছে। আমরা সবাই এককাট্টা। এক অপরকে যতটা সম্ভব সাহায্য করছি। অনেক দিন আগে থেকেই জানতাম, দেশের মাটিতে এবারের বিশ্বকাপ খেলব। গত দুটো বছর ধরে এই দিনটার জন্য প্রস্তুতি নিয়েছি। এবার মাঠে নেমে ১০০ শতাংশ দেওয়ার পালা।
হরমনপ্রীত আরও জানান, ফাইনালের জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমরা শুধু মাঠে নেমে মুহূর্তগুলো উপভোগ করতে চাই। অধিনায়ক হিসেবে আমার কাছে এর থেকে বড় দিন হয়তো আর আসবে না। তাই বড় কিছু না ভেবে ছোট ছোট লক্ষ্য রেখে এগোতে চাই। যদি ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে পারি, তাহলেই বড় লক্ষ্যে পৌঁছনো সম্ভব। ভারতীয় অধিনায়কের কথাতেই স্পষ্ট, দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ ট্রফিটা মুঠোয় নিতে তিনি মরিয়া।

