পেলিং থেকে ফেরার পথে কলকাতার ৮ পড়ুয়াকে নিয়ে খাদে পড়ল গাড়ি

মঙ্গলবার কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের ভূগোলের ৮ পড়ুয়া গাড়ি করে ফেরার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। সকলেই আহত হয়েছেন।

Must read

সিকিম (Sikkim) থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কলকাতার ৮ পড়ুয়া। টাল সামলাতে না পেরে পড়ুয়াদের নিয়ে খাদে পড়ে যায় একটি গাড়ি। মঙ্গলবার কলকাতার নেতাজি মহাবিদ্যালয়ের ভূগোলের ৮ পড়ুয়া গাড়ি করে ফেরার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। সকলেই আহত হয়েছেন।

আরও পড়ুন-চাকরিখেকো বিকাশবাবু! আপনাকে বলছি

গাড়িটি ছিল একটি বোলেরো। গাড়িটি সিকিমের , নং SK 07J 0113। সিকিমের পেলিং থেকে শিলিগুড়ি আসছিল গাড়িটি। দুপুর ২টো নাগাদ লেপচাঝোড়ার ১০ নম্বর জাতীয় সড়কের কাছে হঠাৎই একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়। তখন রাস্তা দিয়ে পড়ুয়াদের নিয়ে গাড়িটি যাচ্ছিল। গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অনেক চেষ্টা করেও লাভ হয় নি। সকলে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে সবাই। তাদের সকলকে উদ্ধার করে কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়িতে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। চলন্ত অবস্থায় অ্যাক্সেল ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে বাসটি ফুলবাড়ির দিকে যাচ্ছিল।

Latest article