সল্টলেকে (Saltlake accident) সেক্টর ২-এ নিউ ব্রিজ সিগন্যালের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে ডেলিভারি বয়ের। এই ঘটনায় গাড়ি চালক বিনোদ রায়কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। অভিযুক্তকে হাওড়ার মালিপাচঁঘরা এলাকা থেকে পাকড়াও করা হয়েছিল। বুধবারের ঘটনার পর থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
ইতিমধ্যেই বুধবার সল্টলেক (Saltlake accident) ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে আচমকাই ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে ডেলিভারি বয় সৌমেন মণ্ডলকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে, মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয়। জীবন্ত অবস্থাতেই ঝলসে যায় বাইক চালক।
আরও পড়ুন-”বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি” স্বাধীনতার প্রাক দিবসে বাংলার ইতিহাস তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন পুলিশকর্মী। অবশেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাইক ও গাড়ির নমুনাও সংগ্রহ করেছে তারা।