মানুষের বোঝা, গাড়ি বাড়ি ঋণের সুদবৃদ্ধি

এমনিতেই কেন্দ্রের ভ্রান্ত অর্থনীতির ফলে মাছ-মাংস-সবজির দাম আকাশছোঁয়া। এরপরে আরও চাপ বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Must read

প্রতিবেদন : মধ্যবিত্তদের জন্য নিঃসন্দেহে এক দুঃসংবাদ। সুদের হার বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার থেকেই বাড়ি আর গাড়ির ঋণে বেড়ে গেল ইএমআইয়ের অঙ্ক। এই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে যাঁরা নিজেদের একটু মাথাগোঁজার স্থায়ী ব্যবস্থার আশায় ছিলেন তাঁদের উপর আরও সুদের বোঝা চাপল। শুধু বাড়ি বা ফ্ল্যাটের প্রয়োজন মেটানো নয়, যাঁরা একটু আরামদায়ক বা দ্রুতগতির জীবনযাত্রার আশায় স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে নিজস্ব গাড়ি কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন, দ্বিধা আর দুর্ভাবনার মুখে পড়ে গেলেন তাঁরাও। গাড়ির ঋণেও আরও সুদের বোঝা।

আরও পড়ুন-রাজ্যসভায় বিজেপি হয়ে গেল সংখ্যালঘু

এমনিতেই কেন্দ্রের ভ্রান্ত অর্থনীতির ফলে মাছ-মাংস-সবজির দাম আকাশছোঁয়া। এরপরে আরও চাপ বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, ১৪ জুলাই পর্যন্ত এসবিআইয়ের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ছিল ৫ বেসিস পয়েন্ট। সোমবার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ বেসিস পয়েন্ট। এমসিএলআরের উপরেই নির্ভর করে গাড়ি-বাড়ি-সহ একাধিক ঋণের সুদের হার। তাই এর জেরে এবার বাড়তে চলেছে গ্রাহকদের ইএমআই। চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তদের। এসবিআই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ৩ মাস থেকে ৩ বছরের মেয়াদি এমসিএলআরে সুদের হার ০.১০ শতাংশ বাড়ছে।
এটা ঘটনা, মধ্যবিত্তের সঞ্চয়ের পরিমাণ ক্রমশই কমছে। স্বাভাবিকভাবেই বাড়ি-গাড়ির মতো জরুরি প্রয়োজন মেটাতে তাঁরা দ্বারস্থ হচ্ছেন ব্যাঙ্কের। ঝুঁকি নিয়েই বাধ্য হচ্ছেন মোটা অঙ্কের ঋণ নিতে। সেপ্টেম্বরে কেন্দ্রের পরিসংখ্যানই জানিয়েছিল একথা। কারণ হিসাবে তুলে ধরা হয়েছিল সুদের হার কমাকে। এবার সেই সুদেই কোপ মারতে চলেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।

Latest article