প্রতিবেদন : করোনাজনিত কারণে দেশের বহু মানুষ কাজ হারিয়েছেন। অধিকাংশ মানুষেরই আয় কমেছে। পাশাপাশি পেট্রোল, ডিজেল-সহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ায় খরচ বেড়েছে অস্বাভাবিক হারে। যা সামাল দিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-বরফের চাদরে সান্দাকফু
এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাজকোষ থেকে ১২ কোটি টাকা খরচ করে কেনা হল ‘মার্সিডিজ মেবেক এস-৬৫০ গার্ড’। চলতি পরিস্থিতিতে যখন দেশের অধিকাংশ মানুষ দু’ বেলা পেটপুরে খেতে পাচ্ছেন না সেখানে মোদির জন্য এমন একটি বিলাসবহুল গাড়ি কেন কেনা হল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, এই অত্যাধুনিক গাড়ি স্টিলের বুলেট প্রতিরোধ করতে পারে। বিস্ফোরণেও এই গাড়ির কোনও ক্ষয়ক্ষতি হবে না। গ্যাস হামলাও প্রতিরোধ করতে পারে মার্সিডিজের এই নতুন মডেলের গাড়ি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সময় প্রথমবার এই গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে৷