১২ বছর পর বাড়ল পার্কিং ফি

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : একযুগ পর কলকাতায় যানবাহনের পার্কিং ফি বাড়ছে। দুই চাকা এবং চার চাকা বাণিজ্যিক, ব্যক্তিগত সব গাড়িরই পার্কিং ফি প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। পার্কিংয়ের সময় বাড়লে ফির পরিমাণ সমানুপাতিক হারে বাড়বে। প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল মাধ্যমে আদায় করা হবে এই পার্কিং ফি। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কলকাতায় নির্দিষ্ট ভাবে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তাতেই ডবল লাইনে পার্কিং হচ্ছে, ফলে গতি কমছে ও দূষণ বাড়ছে। এই ফি বাড়লে ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখা বন্ধ হতে পারে।

আরও পড়ুন-তৃণমূলপন্থীরা এগিয়ে

পাশাপাশি, কোথাও কোথাও অতিরিক্ত ফি নেওয়ারও অভিযোগ ওঠে। পার্কিং ফি সব জায়গায় যাতে একই হারে নেওয়া হয় সেদিকেও নজর রাখা হবে বলে দেবাশিস বাবু জানিয়েছেন। ফলে পার্কিং লটে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ এড়ানো যাবে বলেই মনে করছে পুরসভা। এর ফলে আরও উন্নত হবে পরিষেবা।

আরও পড়ুন-বিজেপিতে পরস্পরকে আক্রমণ

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একটা লক্ষ্য রয়েছে ফি বাড়ানোর, সেটি হল এত সংখ্যায় গাড়ি বেড়েছে যে কলকাতায় নির্দিষ্ট ভাবে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তাতেই ডবল লাইনে পার্কিং হচ্ছে, ফলে গতি কমছে ও দূষণ বাড়ছে। এই ফি বাড়লে ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখা বন্ধ হতে পারে। পাশাপাশি, বিভিন্ন সময় ফি নিয়ে অভিযোগ আসে। কোথাও কোথাও অতিরিক্ত ফি নেওয়া হয়। সেই সকল অসাধুদের আটকাতে পার্কিং ফি সব জায়গায় এক রাখাও অন্যতম একটি উদ্দেশ্য।

Latest article