পরিবেশে কার্বন নির্গমনের তীব্রতা কমেছে ৩৬ শতাংশ

প্যারিসচুক্তি অনুযায়ী পরিবেশ রক্ষায় কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে? কেন্দ্রের কাছে এই প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়।

Must read

প্রতিবেদন : প্যারিসচুক্তি অনুযায়ী পরিবেশ রক্ষায় কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে? কেন্দ্রের কাছে এই প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর জিজ্ঞাসা ছিল, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার সমাধানে সারা দেশে কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-বেআইনি কোচিং সেন্টার, সাংসদের প্রশ্নে বিব্রত কেন্দ্র

এ-ব্যাপারে ৮টি মিশনের বর্তমান অবস্থাই বা কী। মালা রায়ের এই প্রশ্নগুলির মুখে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে কেন্দ্রীয় পরিবেশ দফতর। তবে নিজেদের কর্মতৎপরতার ব্যাপারে সাফাইও গেয়েছে মোদি সরকার। মালা রায়ের লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, ভারতের সৌরশক্তির ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ৪১ গুণেরও বেশি। ২০১৪ সালে অঙ্কটা ছিল ২.৮২ গিগাওয়াট। ২০২৫ সালের জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৬.২৫ গিগাওয়াটে। দেশজ উৎপাদনে কার্বন নির্গমন ক্ষমতা ১৫ বছরে ৩৬ শতাংশ কমেছে। প্রতিমন্ত্রীর বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার।

Latest article