সংবাদদাতা, বর্ধমান : রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বর্ধমানে প্রথম ঝুঁকিপূর্ণ হৃদরোগের থোরাসিক সার্জারি হল বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে। বিষ্ণুপুরের বাসিন্দা শেখ নজরুল বেসরকারি কারখানায় কাজ করতেন। কিন্তু প্রায় দেড় বছর ধরে অল্প পরিশ্রমেই হাঁফিয়ে উঠতেন, বুকে ব্যথাও হত।
আরও পড়ুন-অমৃত ভারতের নামে মোদি আসলে চান আদানি ভারত, বর্বর রেলের উচ্ছেদ নোটিশে ক্ষুব্ধ মানুষ
সম্প্রতি দুবার স্ট্রোকও হয়ে যায়। এরপরই তাঁর পরিবার হাসপাতালে যোগাযোগ করায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা হবে বলে জানান চিকিৎসক ডাঃ নিরোজকুমার ঝা। বৃহস্পতিবার ডাঃ ঝা জানান, নজরুলবাবুর হৃদযন্ত্র মাত্র ৩০ শতাংশ কাজ করছিল। ফলে অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকির। বর্ধমানে এই ধরনের অস্ত্রোপচার আগে হত না। এই প্রথম সফলভাবে হল। প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লেগেছে অপারেশন করতে। হাসপাতালের কর্ণধার অর্থোপেডিক সার্জন ডাঃ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, অন্যত্র এই অস্ত্রোপচারে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হত। কিন্তু এখানে গোটাটাই হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। রোগীর তরফে কোনও টাকা লাগেনি।