প্রতিবেদন : উৎসবের মাঝে বিষাদের সুর বাংলাদেশে। যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় মৃত প্রায় ২০ জন। জখম আরও শতাধিক। সোমবার দুপুর সওয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরবে। যাত্রীবাহী এগারোসিন্ধু এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় কিশোরগঞ্জগামী একটি মালগাড়ির। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি। মালবাহী ট্রেনের কয়েকটি বগিও লাইন থেকে ছিটকে যায়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন-দুর্গার সঙ্গে বনবিবির পুজো, সুন্দরবনের পুজো
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী এগারোসিন্ধু এক্সপ্রেস ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ তিনটি কামরায় ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সঙ্গে সঙ্গে বগি দুটি উলটে যায়। আটকে পড়েন ট্রেনের যাত্রীরা। তবে কোনও কোনও মহলের আশঙ্কা, সিগন্যালিংয়ের সমস্যার কারণে এমন দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। ছুটে আসে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার শুরু হয়। তবে ভৈরব পুলিশের বক্তব্য, অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। দুর্ঘটনার ফলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।