রোসেউ, ১২ জুলাই : ডমিনিকা টেস্টে চাপে ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দাপটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ রান তুলে ধুঁকছে ক্যারিবিয়ানরা। অশ্বিনের ঝুলিতে ৪ উইকেট। দুটি উইকেট পেয়েছেন
রবীন্দ্র জাদেজা ও একটি করে মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্য একই লড়লেন অভিষেক টেস্ট খেলতে নামা অ্যালিক অ্যাথানেজ। তিনি ৪৭ রান করেন।
আরও পড়ুন-গণদেবতার জয় : অভিষেক
বিদেশের মাঠে খেলা হয়েই প্রথম দল থেকে বাদ পড়া তাঁর ভবিতব্য! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ডাগআউটে বসে দলের হারের সাক্ষী থেকেছেন। এদিন ক্যারিবিয়ান শিবিরে শুরুতেই জোড়া ধাক্কা দিয়েছিলেন অশ্বিন-ই। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল। দুই ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ও জয়দেব উনাদকাটকে ভালই সামলাচ্ছিলেন দু’জনে। প্রথম উইকেটে ৩১ রান যোগ হওয়ার পর, এই জুটি ভাঙেন অশ্বিন। ১২ রান করে তাঁর বলে বোল্ড হন তেজনারায়ণ। কয়েক ওভার পর ফের আঘাত হানেন অশ্বিন। এবার তাঁর স্পিনে ঠকে গিয়ে রোহিতের হাতে ক্যাচ দেন ব্রেথওয়েট (২০)।
আরও পড়ুন-তৃণমূলের নবজোয়ারের দুই প্রতিনিধি পঞ্চায়েতে
তেজনারায়ণকে আউট করার সঙ্গে সঙ্গেই এক বিরল নজিরের মালিক হলেন অশ্বিন। তিনি ভারতের প্রথম তথা বিশ্বের পঞ্চম বোলার, যিনি টেস্টে বাবা ও ছেলে দু’জনকেই আউট করেছেন। প্রসঙ্গত, তেজনারায়ণের বাবা প্রাক্তন ক্যারিবিয়ান তারকা শিবনারায়ণ চন্দ্রপলকে টেস্টে চারবার আউট করেছেন অশ্বিন। রেমন রেইফারও (২) খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। শার্দূল ঠাকুরের বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ঈশানের গ্লাভসে ধরা পড়েন তিনি। লাঞ্চের আগে ভারতীয় দলকে চতুর্থ সফলতা এনে দেন জাদেজা। তাঁর বলে বড় শট নিতে গিয়ে আউট হন জার্মেইন ব্ল্যাকউড (১৪) । লাঞ্চের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ৬৮।