খেলা

রুদ্ধশ্বাস জয় আলকারেজের

লন্ডন, ৩০ জুন : উইম্বলডনের প্রথম দিনেই প্রায় অঘটন ঘটিয়ে দিয়েছিলেন ফাবিও ফগনিনি। আর একটু হলেই শেষ দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজকে (Carlos Alcaraz) হারিয়ে দিয়েছিলেন ৩৮ বছর বয়সি ইতালীয় তারকা। যদিও শেষ পর্যন্ত ৭-৫, ৬-৭ (৫/৭), ৭-৫, ২-৬, ৬-১ সেটে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেন আলকারেজ। পাঁচ সেটের ম্যারাথন লড়াই গড়াল প্রায় সাড়ে চার ঘণ্টা! পঞ্চম সেটে আলকারেজ যখন ৩-০ গেমে এগিয়ে, তখন গ্যালারিতে এক দর্শক গরমে অসুস্থ হয়ে পড়ায়, ম্যাচ মিনিট পনেরো বন্ধ ছিল।

আরও পড়ুন-শীঘ্রই ঘোষণা, হিন্দি ধারাবাহিকের শুটিংও এবার হবে কলকাতায়

আলকারেজ এবার অল ইংল্যান্ড ক্লাবে এসেছেন হ্যাটট্রিকের লক্ষ্যে। কিন্তু ফগনিনি হাঁটুর বয়সি আলকারেজের (Carlos Alcaraz) সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে লড়াই করলেন। বেশ কয়েকবার তো ফগনিনির জোরালো সার্ভিস ও ফোরহ্যান্ডের সামনে অসহায় দেখিয়েছে ২২ বছর বয়সি স্প্যানিশ তারকাকে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে আলকারেজ বলে দিলেন, খুব কঠিন একটা ম্যাচ খেললাম। অন্যদিকে, ছেলেদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর দানিল মেদভেদেভ। এদিন ফরাসি প্রতিপক্ষ বেঞ্জামিন বোনজির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ের পর, ৬-৭ (২/৭), ৬-৩, ৬-৭ (৩/৭), ২-৬ ফলে হেরে যান মেদভেদেভ।
মেয়েদের শীর্ষ বাছাই তথা ফ্রেঞ্চ ওপেন ফাইনালিস্ট এরিনা সাবালেঙ্কা অবশ্য সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এদিন প্রথম রাউন্ডে সাবালেঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন অবাছাই কানাডার কারসন ব্রান্সটাইন। ৬-১, ৭-৫ স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন সাবালেঙ্কা। তবে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। গ্রেট ব্রিটেনের সোনায় কার্টালের কাছে ৫-৭, ৬-২, ২-৬ সেটে হেরেছেন তিনি।
এদিকে, উইম্বলডনের ১৪৮ বছরের পুরনো নিয়মে বদল হয়েছে। এই প্রথমবার টুর্নামেন্টে নেই কোনও লাইন জাজ। তার বদলে ব্যবহার করা হচ্ছে ‘ইলেকট্রনিক লাইন কলিং’! অর্থাৎ ফল্ট বা আউট মানুষের বদলে নির্ধারণ করছে যন্ত্র। এই প্রযুক্তি ব্যবহার করায়, লাইন জাজদের সিদ্ধান্তের বিরুদ্ধে খেলোয়াড়দের প্রতিবাদ করার সুযোগ থাকছে না। কারণ পুরোটাই ঘটছে যন্ত্রের মাধ্যমে। যাতে এই প্রযুক্তি নিখুঁতভাবে ব্যবহার করা যায়, তার জন্য উইম্বলডনের সবক’টি কোর্ট মিলিয়ে মোট ৪৫০টি ক্যামেরা বসানো হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

27 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

31 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

40 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

45 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

54 minutes ago